• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাছ ধরতে গিয়ে গলায় ফাঁস লেগে জেলের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ১২:৫৩ এএম

মাছ ধরতে গিয়ে গলায় ফাঁস লেগে জেলের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে ইঞ্জিনচালিত নৌকার ফ্যানের সঙ্গে গলার মাফলার ফাঁস লেগে জেলাল মিয়া (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (২ অক্টোবর) সকালে উপজেলার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

নিহত জেলাল মিয়া উপজেলার হাওয়া ভবন জোগার পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, জেলাল মিয়া আজ ভোরে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। ঠান্ডার কারণে তিনি গলায় মাফলার পড়েন। মাছ ধরার একপর্যায়ে বন্ধ ইঞ্জিন চালু করতে গিয়ে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে ফাঁস লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, ‍‍‘বন্ধ ইঞ্জিন চালু করতে গিয়ে ফ্যানের সঙ্গে মাফলার ফাঁস লেগে জেলাল নামে এক জেলের মৃত্যু হয়েছে।‍‍’

এএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ