• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজাকারদের তালিকা তৈরির আইন পাস হয়েছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ১১:৩৬ পিএম

রাজাকারদের তালিকা তৈরির আইন পাস হয়েছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

দেশজুড়ে ডেস্ক

‘রাজাকারদের তালিকা তৈরির আইন গত সংসদে পাস হয়েছে। মুক্তিযুদ্ধবিরোধীদের তালিকা তৈরির আইনগত কোনো ভিত্তি ছিল না। সংসদে পাস হওয়ার পর এখন নীতিমালা তৈরি করা হচ্ছে। একইভাবে এই তালিকা প্রস্তুত করা হবে।’

রোববার (২ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নীতিমালা তৈরি হওয়ার পর তালিকা প্রস্তুত করার জন্য সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এই তালিকা তৈরি করতে আরও এক মাসের মতো সময় লাগবে।’

এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান মন্ত্রী। পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এ সময় দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জেইউ

 

 

 

 

 

আর্কাইভ