• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মালিক-শ্রমিক দ্বন্দ্বে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ০৫:২৩ পিএম

মালিক-শ্রমিক দ্বন্দ্বে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

ফাইল ছবি

মেহেরপুর প্রতিনিধি

বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বন্ধ রয়েছে বাস চলাচল। রোববার (২ অক্টোবর) মেহেরপুর থেকে ছেড়ে যায়নি আন্তঃজেলা ও দূরপাল্লার কোনো পরিবহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, শনিবার কুষ্টিয়ার এক মালিকের সঙ্গে এক শ্রমিকের দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া থেকে মেহেরপুরে সব বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া মালিক সমিতি। কিন্তু মেহেরপুর থেকে খলিসাকুন্ডি পর্যন্ত ছেড়ে যায় আন্তঃজেলার সব বাস। রোববার সকাল থেকে মেহেরপুর মালিক সমিতির পক্ষ থেকে আন্তঃজেলা জেলা ও দূরপাল্লার সব পরিবহণ বন্ধ করে দেয়া হয়। ফলে বন্ধ রয়েছে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক হয়ে দূরপাল্লার সব পরিবহণ।

এদিকে, অনেক যাত্রীর মেহেরপুর-কুষ্টিয়া হয়ে ঢাকা যাওয়ার টিকিট কাটা ছিল। সকালে কাউন্টারে এসে দেখেন পরিবহন চলাচল বন্ধ। ফলে অনেকের ঢাকায় জরুরি কাজ থাকা সত্ত্বেও গন্তব্য স্থলে যেতে পারছেন না তারা। ফলে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

 

এআরআই

আর্কাইভ