• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

নদী পথে ঢাকায় আসছে মেট্রোরেলের ১২তম চালান

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ০৫:১০ পিএম

নদী পথে ঢাকায় আসছে মেট্রোরেলের ১২তম চালান

মোংলা প্রতিনিধি

মেট্রো রেলের আটটি কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি ভেনাস ট্রায়াম্ফ। রোববার (০২ অক্টোবর) সকালে এসব পণ্য খালাস শুরু হয়। এদিন সকালে জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) মো. রফিকুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত চারটি কোচ জাহাজ থেকে নামানো হয়েছে। জাহাজ থেকে নামানো পর এসব মালামাল নদী পথে ঢাকার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোর উদ্দেশ্যে ছেড়ে যাবে। সোমবার দুপুরে জাহাজটি বন্দর ত্যাগ করবে।

এর আগে শনিবার সন্ধ্যায় জাপান থেকে আসা জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। গত ৮ সেপ্টেম্বর এমভি ভেনাস ট্রায়াম্ফ আটটি রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে  জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে।

এ পর্যন্ত মেট্রোরেলের ১১৬টি কোচ ও ইঞ্জিন এসেছে। তবে এখনও আসতে বাকি রয়েছে ২৮টি কোচ ও ইঞ্জিন।

 

এআরআই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ