• ঢাকা মঙ্গলবার
    ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য পোস্ট, নোয়াখালীতে যুবক আটক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ০৬:১২ এএম

ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য পোস্ট, নোয়াখালীতে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পোস্ট করার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মো. ইয়াসিন রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক বেগমগঞ্জ উপজেলার করিমপুরের কালু মিয়ার বাড়ির সালেহ উদ্দিনের ছেলে। 

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‍‍`অভিযুক্ত রুবেল ফেসবুক প্রোফাইলে হিন্দু সম্প্রদায়ের চলমান দুর্গাপূজাকে কটাক্ষ করে বলে, ইসলামে মূর্তি পূজা এক ভয়ংকর অপরাধ। অতএব কোন মুসলমান পূজাকে উইশ করতে পারে না। পূজায় শুভেচ্ছা জানানো হারাম, স্পষ্ট কুফুরি।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের  দৃষ্টি গোচর হলে উত্তেজনা ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়‌।  পোস্টটি  দৃষ্টি গোচর হলে জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতার করে।  গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তার সহযোগীদের সনাক্ত করে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।‍‍`

 

এসএএস

আর্কাইভ