প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ০২:১৬ এএম
বাগেরহাটের শরণখোলায় মানুষের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে। প্রায়ই ঘটছে সিঁদেল চুরির ঘটনা।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মালিয়া গ্রামের হাসান হাওলাদার ও মালিয়া গ্রাম সংলগ্ন দক্ষিণ রাজাপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গৌরাঙ্গ মিস্ত্রির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোর গৌরাঙ্গ মিস্ত্রির ঘুমন্ত স্ত্রী অনামিকা রানী মিস্ত্রির গলার স্বর্ণের চেইন এবং হাসান হাওলাদারের ভাগ্নি লিমা বেগমের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় তারা ঘুম থেকে জেগে উঠে চিৎকার দিলে চোরেরা পালিয়ে যায়।
শিক্ষক গৌরাঙ্গ মিস্ত্রি বলেন, ‘মালিয়া রাজাপুর গ্রামের মানুষের মাঝে দীর্ঘদিন ধরে চোর আতঙ্ক বিরাজ করছে। মানুষ রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। গত ৭ সেপ্টেম্বর রাতে মালিয়া গ্রামের মো. আবজাল হাওলাদার, মো. ওহাব হাওলাদার, মো. মতিয়ার রহমান ও মো. হারেজ খানের বাড়িতে সিঁদ কেটে চুরি হয়। চোরেরা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।’
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, চুরি বন্ধসহ আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন।
জেইউ