• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রংপুরে ১৫৭ পূজা মন্ডপে সিসি ক্যামেরা দিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০৭:৫১ এএম

রংপুরে ১৫৭ পূজা মন্ডপে সিসি ক্যামেরা দিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক

রংপুর মহানগরীর ১৫৭টি পূজা মন্ডপে নিজ অর্থায়নে একটি করে সিসি ক্যামেরা বিতরণ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। একই সঙ্গে পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শিশু নিকেতন স্কুল হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ধীমাণ ভট্টাচার্য, মহানগর আওয়ামী লীগের  সহ-সভাপতি ইরা হক, হারুন অর রশিদ, দিলশাদ ইসলাম মুকুল, যুগ্ম সাধারন সম্পাদক নওশাদ রশিদ, নিধিরাম অধিকারী, সাংগঠনিক সম্পাদক ফয়জুল হাসান রুবেল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিভুতি ভূষণ সুমন, কোতোয়ালি থানা আ‍‍`লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, তাজহাট থানা আ‍‍`লীগের সভাপতি ইমাদ মিয়া, মাহিগঞ্জ থানা আ‍‍`লীগের সভাপতি ডা. তাজুল ইসলাম, হাজীরহাট থানা আ‍‍`লীগের সভাপতি আতাউর ইসলাম, হারাগাছ থানা আ‍‍`লীগের সভাপতি রেজাউল করিম রেজা,সাধারন সম্পাদক শাহিদুর ইসলাম, পশুরাম থানা আ‍‍`লীগের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আ‍‍`লীগ নেতা সফি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব পূজা মন্ডপের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রশাসনকে সহ সংশ্লিষ্ট  সকলকে। তাই বিষয়টি মাথায় নিয়ে আমি মহানগরের ১৫৭ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বিতরণ করলাম।

 

এসএএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ