• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০৪:৫২ এএম

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই কিশোরের নাম মো. নুরুল ইসলাম (১৯)। নুরুল ইসলাম ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। ওই কিশোর জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী ও মৃগী রোগী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নুরুল ইসলাম বিকেলে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যায়। এসময় নুরুল ইসলাম পুকুরের পানিতে ডুবে যায়। ওই বাকপ্রতিবন্ধ কিশোরের মা নাছিমা বেগম ছেলেকে বাড়িতে না পেয়ে বিভিন্নস্থানে খুঁজতে থাকেন। এরই একপর্যায়ে তার মা পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে মৃত্যু অবস্থায় তাকে উদ্ধার করেন।

শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‍‍`মাছ ধরতে গিয়ে নুরুল ইসলাম নামে বাকপ্রতিবন্ধী এক কিশোরের মৃত্যু হয়েছে।‍‍`

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‍‍`পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যুর ঘটনায় একটা ইউডি মামলা করা হয়েছে।‍‍`

 

এসএএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ