• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গাইবান্ধায় ১০৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ১০:১৮ পিএম

গাইবান্ধায় ১০৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১‍‍`শ ৩ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মোশাররফ হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোশারফ হোসেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালাতারী গ্রামের শওকত আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে একটি দল গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা এলাকায় সন্দেহভাজন প্রবক্স মডেলের প্রাইভেটকারের গতিরোধ করেন। এ সময় প্রাইভেটকারের চালক গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১০৩ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় গাড়িতে থাকা মাদক ব্যবসায়ী মোশারফ হোসেনকে গ্রেফতার ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ‘মোশারফ নামের এক মাদক ব্যবসায়ীকে ১০৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।‍‍`

জেইউ

আর্কাইভ