• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৬:৪৯ পিএম

নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপেজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. শফি উল্লাহ (৬৫) নামে
এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  নিহত মো. শফিউল্লাহ উপজেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুর গ্রামের আমিন উদ্দিন বেপারী বাড়ির মৃত নোয়াব আলীর ছেলে।  

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।  পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৬টার দিকে কবিরহাট টু বসুরহাট প্রধান সড়কে সোনাপুর গামী পিকআপ ভানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় বৃদ্ধ শফি উল্লাহ। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী পিকআপ ভ্যান আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জিডি মূলে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এএল

আর্কাইভ