• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

গাইবান্ধায় ‘স্বপ্ন বিলাসী’র যাত্রা শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০১:১৯ এএম

গাইবান্ধায় ‘স্বপ্ন বিলাসী’র যাত্রা শুরু

গাইবান্ধা প্রতিনিধি

সুস্থ বিনোদনের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে ছত্রাইল বিলে যাত্রা শুরু হলো কৃষিভিত্তিক প্রজেক্ট ‘স্বপ্ন বিলাসী’র। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সুফিয়ান সাউরী শাওন সরকারের ব্যক্তিগত উদ্যোগে এ প্রজেক্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

নলডাঙ্গা ইউনিয়নের কিশামত হামিদ গ্রামের ছত্রাইল বিলে কৃষিভিত্তিক প্রজেক্ট ‍‍`স্বপ্ন বিলাসী’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম শান্তি, জাকিরুল ইসলাম, শরিফুল ইসলাম শরীফ, আনোয়ার হোসেন প্রমুখ।

এ সময় সুফিয়ান সাউরী শাওন সরকার বলেন, ‍‍`কৃষি উন্নয়ন বাংলাদেশে কৃষি কাজের বিকল্প নেই। তাই এলাকায় কৃষির বিপ্লব ঘটাতে কৃষক পরামর্শ কেন্দ্র প্রতিষ্ঠাসহ বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে এই ‘স্বপ্ন বিলাসী’ প্রজেক্টের ৭৮ বিঘা জমি লিজ নিয়ে মাছ চাষ করা হয়েছে। একই সঙ্গে শাক-সবজিও লাগানো হয়। এখানে যেন মানুষ কিছুটা বিনোদন করতে পারে সে ব্যাপারে কাজ করা হচ্ছে।‍‍`

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ