• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরোহী নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ১০:০০ পিএম

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরোহী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রায়হান উদ্দিন (৩০) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রায়হান উদ্দিন দর্শনা জয়রামপুর রেলস্টেশন পাড়ার ফারুক হোসেনের ছেলে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, ‘বৃহস্পতিবার দুপুরে দর্শনা ছয়ঘরিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান উদ্দিন ও তার মামাতো ভাই হৃদয় হোসেন (২২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রায়হান উদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন এবং আহত হৃদয় হোসেনকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএল

আর্কাইভ