• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিরাজগঞ্জে ১০০গ্রাম হেরোইনসহ নারী আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৮:৪৯ পিএম

সিরাজগঞ্জে ১০০গ্রাম হেরোইনসহ নারী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদরে মাদক বিরোধী অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‌্যাব) এর সদস্যরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র‌্যাব।

আটককৃত মাদক ব্যাবসায়ী রাজশাহী গোদাগারী থানার মোন্তপুর এলাকার আব্দুল কাদেরের মেয়ে শান্তা খাতুন (২১)

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার দুপুরের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানার কড্ডার মোড়ে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ ঐ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাহকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জেডআই/

আর্কাইভ