• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বেনাপোলে ট্রেনের নিচে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৭:৩৮ পিএম

বেনাপোলে ট্রেনের নিচে যুবকের আত্মহত্যা

ফাইল ছবি

দেশজুড়ে ডেস্ক

যশোরে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আলী হোসেন (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলী হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার বালিয়াডাংগা গ্রামের রমজান চৌকিদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে আলী হোসেন ট্রেন লাইনের ওপর শুয়ে পড়েন। একপর্যায়ে তার শরীরে ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। এ সময় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রেল পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 জেইউ

 

 

আর্কাইভ