• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রেললাইনে গাছ: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৫:৩৭ পিএম

রেললাইনে গাছ: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

দেশজুড়ে ডেস্ক

ময়মনসিংহের আহম্মদ বাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় প্রচণ্ড ঝড়ো বাতাসে একটি গাছ রেললাইনের উপড়ে পড়েছে। ফলে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের পরিদর্শক মো. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝোড়ো বাতাসে ওই এলাকার রেললাইনে একটি গাছ উপড়ে পড়ে। এ সময় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্টেশনের পরিদর্শক আরও জানান, ইতোমধ্যে রেললাইন থেকে গাছ অপসারণের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ফাতেমানগর ও দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়ানগর স্টেশনে অপেক্ষমান আছে।

জেডআই/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ