• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৮ দিন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৪:৩৮ পিএম

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৮ দিন

দেশজুড়ে ডেস্ক

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই বন্দরে ভারত থেকে সকল প্রকর আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ ছাড়াও বন্দর অভ্যন্তরীণ কার্যক্রমও বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, আট দিন বন্ধের পর আগামী ৮ অক্টোবর শনিবার থেকে পুনরায় বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।

তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন খোলা থাকবে। ফলে ভারত-বাংলাদেশের মধ্যে সব প্রকার পাসপোর্ট যাত্রীরা নিয়মিত যাতায়াত করতে পারবেন।

জেডআই/

আর্কাইভ