• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গাঁজাসহ দুই ছাত্রলীগকর্মী আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ১১:২৮ পিএম

গাঁজাসহ দুই ছাত্রলীগকর্মী আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদারপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে তাদের আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে, কালীগঞ্জ উপজেলার দামোদারপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে শিহাবুর রহমান ও নুরুল আমিনের ছেলে শাকিল আহমেদ। আটককৃত দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়। এরমধ্যে শিহাবুর কোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। 

কালীগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির খবরের সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার দামোদারপুর গ্রামে অভিযান চালিয়ে শিহাবুর ও শাকিলকে আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে বুধবার কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।   

এএল/      

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ