• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৬:৪৪ পিএম

৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ সবুজ মন্ডল (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।
 

বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক সবুজ মন্ডল পাবনা জেলার ফরিদপুর গ্রামের মো. মিন্টু মন্ডলের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) নেতৃত্বে টিম শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সবুজ মন্ডলকে আটক করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজাসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

এএল/

আর্কাইভ