• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কিশোরগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০১:১৯ এএম

কিশোরগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

দেশজুড়ে ডেস্ক

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ছয়সূতি ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার কুলিয়ারচর উপজেলার পূর্ব লালপুর গ্রামের মৃত আমির চানের ছেলে ইনি ইসলাম (৫৫), ভৈরব উপজেলার চান্দের চর গ্রামের ঘটক মতিউর রহমান (৭০) ও অটোরিকশাচালক কালু মিয়া (৩৫)। এ সময় গুরুতর আহত হয়েছে নিহত ইনি ইসলামের ভাতিজা আক্রাম হোসেন (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি গাড়িটি দুমড়ে-মুছড়ে যায় এবং চালকসহ ৩ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া আহত হন আরও দুইজন।

হাইওয়ে পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ছোট ভাইয়ের মেয়ের জন্য বর দেখতে ডুমরাকান্দার উদ্দেশ্য যাত্রা করেন ইনি ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন ভাতিজা আক্রাম হোসেন, ঘটক মতিউর রহমান, অটোরিকশাচালক কালু মিয়া।

ছয়সূতি নামক এলাকা পার হওয়া সময় বিপরীত দিক কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক তিনজন নিহত হন। এ ছাড়াও আক্রাম হোসেন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

জেডআই/

আর্কাইভ