• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ব্রিজের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ১২:০০ এএম

ব্রিজের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, পরীক্ষার্থীর মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে খালে পড়ে মো. তামিম হাওলাদার নামের এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বটতলা জোড়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, উপজেলার সাইটকুড়া গ্রামের আব্বাস হাওলদারের ছেলে চলতি হারিসিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়। দুপুরে তামিম মোটরসাইকেলে প্রতিবেশী রাকিব হাওলাদারকে নিয়ে বাড়িতে রওনা হয়।

পথিমধ্যে বটতলা জোড়াপুল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। মোটরসাইকেলসহ দুজনই খালের মধ্যে পড়ে যায়। রাকিব সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় তামিম। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টা অভিযান চালিয়ে তামিমকে উদ্ধার করে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেডআই/
 

আর্কাইভ