• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সুন্দরগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৭:১৬ পিএম

সুন্দরগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি

‘পর্যটনে নতুন ভাবনা‍‍’ প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রেজাউল আলম সরকার রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সাবু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সভাপতি খন্দকার বাবলু মিয়া প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ নারী সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ‘পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই শিল্পকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এগিয়ে নিতে হবে।’

জেইউ

আর্কাইভ