• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ কাজ করার ঘোষণা নোয়াখালী পৌরসভা মেয়র সোহেলের

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ১১:০৪ পিএম

সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ কাজ করার ঘোষণা নোয়াখালী পৌরসভা মেয়র সোহেলের

নোয়াখালী প্রতিনিধি

সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল।


সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী পৌরসভা প্রাঙ্গণে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণে এক সম্প্রীতি সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

 

সহিদ উল্লাহ খান সোহেল আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। গত বছর নোয়াখালী পৌর এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবার সমন্বয়ে আমরা কাজ করবো। সুন্দর সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকবো।

 

নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেলের সভাপতিত্বে ও কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

 

দেওয়ান মাহবুবুর রহমান বলেন, নোয়াখালী প্রাচীন জনপদ। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন এই জেলা। সবাই মিলে সম্প্রীতি রক্ষায় কাজ করবো। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে সম্প্রীতি কমিটি কমিটি করা হয়েছে। আমরা সবাই মানুষ। প্রত্যেক ধর্মে শান্তি-সম্প্রীতির কথা বলা হয়েছে।

 

সম্প্রীতি সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আহবায়ক এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসান, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম, জেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. দেলোয়ার হোসেন,

 

সম্প্রীতি সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসান, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম, জেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. দেলোয়ার হোসেন, কোর্ট মসজিদের ইমাম হাফেজ মো. ইসমাইল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি আবু নাছেত মঞ্জু, আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য দীপক বনিক প্রমুখ।

 

এ ছাড়াও সম্প্রীতি সমাবেশে কাউন্সিলর জাহিদুর রহমান শামীম, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দসহ প্রায় ৫ শতাধিক এলাকার ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
 

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ