• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৮:৪৯ পিএম

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে বাসের ধাক্কায় মোতালেব হোসেন (৫৫) নামে পাখিভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জীবননগরের বৌদ্যনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন উপজেলার হাসাদাহ ইউনিয়নের বৌদ্যনাথপুর গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ‘নিহত মোতালেব হোসেন তার পাখিভ্যান নিয়ে জীবননগর থেকে বৌদ্যনাথপুর গ্রামে ফিরছিলেন। তার গ্রামের কাছাকাছি পৌঁছুলে বিপরীতগামী একটি বাস (চুয়াডাঙ্গা-জ-১১-০০১১) পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোতালেব হোসেন গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।’

তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

 

এএল/

আর্কাইভ