• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

মসজিদের আয় ব্যয়ের হিসাব নিয়ে দ্বন্দ্ব, অভিযোগ গড়ালো ইউএনও পর্যন্ত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৭:১৬ পিএম

মসজিদের আয় ব্যয়ের হিসাব নিয়ে দ্বন্দ্ব, অভিযোগ গড়ালো ইউএনও পর্যন্ত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির খানের বিরুদ্ধে আয়-ব্যয়ের হিসাব নিয়ে অভিযোগ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। তবে, সাধারণ সম্পাদক যথারীতি অডিট কমিটি ও তদন্ত কর্মকর্তার কাছে হিসাব বুঝিয়ে দিলেও সভাপতির কাছে থাকা গচ্ছিত টাকার হিসাব এখনো পায়নি কেউ।  

 

জানা গেছে, চলতি বছরের ২১ জুলাই স্থানীয় ইউপি সদস্য বাদল খান ১৭ জন গ্রামবাসীর পক্ষে মসজিদের আয়-ব্যয়ের হিসাব ও নতুন কমিটি গঠন প্রসঙ্গে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেন। তিনি অভিযোগ করেন- মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান নিজের ইচ্ছামত লোকজন নিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অনুদান সংগ্রহ করে মসজিদের ভবন নির্মাণ করেছেন। তিনি নির্মাণ কাজের হিসাব দিতে গড়িমসি করেন। তাই সঠিক হিসাব ও নতুন কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়ার পর তদন্তকালীন সময়ের মধ্যেই বাদল খানকে আহবায়ক ও মো. শেরশাহ খানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

পূর্বের কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান বলেন, আমাকে হেয় করার জন্যই এই অভিযোগ দেয়া হয়েছে। আমি দিন-রাত পরিশ্রম করে মসজিদের নির্মাণ কাজ করিয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয় চলতি বছরের ২১ জুলাই। মসজিদের নির্মাণ কাজ সায়মিকভাবে সমাপ্ত হওয়ায় এর আয়-ব্যয়ের জন্য মসজিদ কমিটির সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) মো. রেজাউর রহমান খানকে প্রধান করে এর আগে ৫ মে ৫ সদস্যের একটি অডিট কমিটি গঠন করা হয়। আমি সেই কমিটির কাছে সমস্ত হিসাব বুঝিয়ে দেই।

তিনি আরও বলেন, ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আমাদের আয় হয় ৩১ লাখ ৯৫ হাজার ৩৪০ টাকা। এর মধ্যে আমার কাছে ছিল ২৮ লাখ ৫৪ হাজার ৮৪০ টাকা। অবশিষ্ট ৩ লাখ ৪০ হাজার ৫শ টাকা সভাপতি মো. দেলোয়ার হোসেনের নিকট জমা ছিল। নির্মাণ কাজে আমার মাধ্যমে ব্যয় হয় ২৯ লাখ ১৪ হাজার ৭৫৪ টাকা। এতে করে আমার পকেট থেকে অতিরিক্ত ৫৯ হাজার ৯১৪ টাকা খরচ হয়েছে।

তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগের পর ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তার কাছেও আমি হিসাব বুঝিয়ে দিয়েছি। সেই সঙ্গে হিসাবের কাগজটি মসজিদের ভেতরেও সাটিয়ে দেয়া হয়েছে, যাতে করে সবাই হিসাব দেখতে পারে।

অডিট কমিটির আহবায়ক মো. রেজাউর রহমান খান জানান, সাধারণ সম্পাদক তার আয় ব্যয়ের হিসাব আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন। সভাপতির কাছে থাকা ৩ লাখ ৪০ হাজার ৫শ টাকার হিসাব আমরা আজ অব্দি পাইনি। তিনি এখনো আমাদের কাছে কোনো হিসাব দেননি।

এব্যাপারে সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন খান জানান, আমার কাছে থাকা ৩ লাখ ৪০ হাজার ৫শ টাকা আমি যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মহিদুরের নিকট নির্মাণ কাজে খরচ করার জন্য দিয়েছি। তিনি ওই টাকা মসজিদের নির্মাণ কাজে খরচ করেছেন। দ্রুতই তার খরচের টাকার হিসাব দেয়া হবে।

বর্তমান কমিটির আহবায়ক ইউপি সদস্য বাদল খান জানান, মসজিদের আয় ব্যয়ের হিসাব ও নতুন কমিটি করার জন্য আমি অভিযোগ দিয়েছিলাম। আমরা অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো।

ইসলামিক ফাউন্ডেশনের সিংগাইরের ফিল্ড অফিসার মো. আকবর আলী বলেন, বিষয়টি নিয়ে আমি তদন্ত করেছি। কমিটির সাধারণ সম্পাদক তার আয়-ব্যয়ের হিসাব আমাকে বুঝিয়ে দিয়েছেন। তবে, সভাপতির কাছে থাকা টাকার হিসাব আমি পাইনি।

 

এব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, কোন ধর্মীয় প্রতিষ্ঠান নিয়েই দ্বন্দ্বে জড়ানো উচিত নয়। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এদিকে সকল দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আল্লাহ ঘরে শান্তি ফিরবে এমনটাই প্রত্যাশা স্থানীয় মুসল্লীদের।

এএল/

আর্কাইভ