প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৪:৫৭ পিএম
গত ১৮ আগস্ট বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আকস্মিক ঝড়ের কবলে পড়ে মাছ ধরা ফিশিং ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার তিন জেলে ও ভারতে আটকা পড়া ক্ষতিগ্রস্ত ৭ জেলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে দশ জেলে পরিবারের হাতে এ অর্থ সহায়তার চেক তুলে দেয়া হয়।
পিরোজপুর জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ অর্থায়নে চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবির, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল কবিরসহ জেলার বিভিন্ন দফতর প্রধান/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম, বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ, ও উপকারভোগীর পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বঙ্গোপসাগরের লঘু চাপের কারণে জেলার ইন্দুরকানি উপজেলার ১০ জেলে পরিবারের সদস্যদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। এর আগে ঐ ঘটনার সময় ইন্দুরকানি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ জেলেদের পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম।
উল্লেখ্য, গত মাসের ১৮ আগস্ট বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ইন্দুরকানি উপজেলার চারটি মাছধরা ট্রলারের অর্ধশতাধিকের বেশি জেলে নিখোঁজ হন। পরে বাংলাদেশ-ভারতের কোস্ট গার্ড বাহিনী নিখোঁজ হওয়া জেলেদের অনেককেই উদ্ধার করতে সক্ষম হন। এদের মধ্যে ট্রলারডুবিতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের তিন জেলের সন্ধান এখনও মেলেনি। এছাড়া সাত জন জেলে বর্তমানে ভারতে রয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এএল/