• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নিরাপত্তা চেয়ে জিডি করলেন রংপুর আওয়ামী লীগের নেতা তুষার কান্তি মন্ডল

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৪:৩৪ এএম

নিরাপত্তা চেয়ে জিডি করলেন রংপুর আওয়ামী লীগের নেতা তুষার কান্তি মন্ডল

রংপুর ব্যুরো

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় তিনি এ জিডি করেন।

এতে তুষার কান্তি মন্ডল উল্লেখ করেছেন যে, ইতিপূর্বে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির আমার উপর হামলা করেছে। আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমি মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী। সেই আলোকে রংপুর সিটি কর্পোরেশনের ১৯৬টি মৌজা, ৯৫২টি পাড়া, ১৫০টি হাট বাজারে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উন্নয়নের চিত্রগুলো জনসাধারণের মধ্যে প্রচার অব্যাহত রয়েছে। বর্তমানে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় নৌকার জোয়ারের সাথে সাথে আমার ব্যক্তিগত সুনাম সৃষ্টি হচ্ছে। 

এই গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে লাঞ্চিত করাসহ আমার জান ও মালের বড় ধরনের ক্ষয়ক্ষতি শুরুর পায়তারা করছে। রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন হাট-বাজার ও পাড়া মহল্লায় রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা শেষে আমার বাসায় ফিরতে গভীর রাত হয়ে যায়। এই সুযোগে মেয়র পদপ্রার্থী প্রতিপক্ষরা আমার উপর হামলা করার আশঙ্কা রয়েছে। উল্লেখিত বিষয়ে আপাতত কোনো মামলা মোকাদ্দমা করবো না। প্রয়োজনে পরবর্তীতে আইনের আশ্রয় গ্রহণ করবো।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী জানান, জীবনের নিরাপত্তা চেয়ে তুষার কান্তি মন্ডল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

এআরআই

আর্কাইভ