প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৩:২২ এএম
টানা দুদিন কালো রংয়ের ডিম পেড়ে আলোড়ন সৃষ্টি করেছিল ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাসলিমা বেগমের পালিত পাতিহাঁসটি। তবে হঠাৎ করে গতকাল থেকে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। এ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। যা নিয়ে ইতিমধ্যে ফেসবুকে ট্রল করা শুরু করেছেন অনেকে।
গত বুধ ও বৃহস্পতিবার পরপর দু’দিন কালো রংয়ের দুইটি ডিম পাড়ে তাসলিমা বেগমের পালিত একটি পাতিহাঁস। কিন্তু গতকাল ও আজ শনিবার দুই দিন ধরে আর ডিম পাড়েনি হাঁসটি।
এ নিয়ে এক যুবক তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘চরফ্যাশনের পাতিহাঁস কালো রংয়ের ডিম পেড়েছে, সাংবাদিকরা এ সংবাদ প্রচার করায় গতকাল থেকে সেই পাতিহাঁসটি আর ডিমই পাড়ছে না।’ তার পোস্টের মন্তব্যের ঘরে, এ নিয়ে অনেকেই হাস্যকর মন্তব্য করছেন। কেউ কেউ লিখছেন, ‘হাঁসটি ডিম পাড়া বন্ধ করে দেয়ার দায় সাংবাদিকদেরই নিতে হবে।’
এর আগে কালো ডিম পাড়া হাঁসটি নিয়ে সংবাদ প্রকাশ করে দেশের বিভিন্ন গণমাধ্যম।
এদিকে তাসলিমা বেগমের হাঁসটি ডিম পাড়া বন্ধ করে দিলেও ওই একই উপজেলার আরেকটি পাতিহাঁস গতকাল থেকে অদ্ভুত রংয়ের ডিম পাড়া শুরু করেছে। যেটির রং ধূসর।
উপজেলার পৌর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামুর বাড়িতে পালিত ওই হাঁসটি এ ধূসর রংয়ের ডিম পাড়া শুরু করেছে। এর আগে হাঁসটি স্বাভাবিক ডিমই পেড়েছিল বলে জানা যায়। একই উপজেলায় পরপর এমন দুইটি ঘটনা ঘটায় আলোচনা আরও জোর পেয়েছে।
চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপ-সহকারী কর্মকর্তা শংকর কৃষ দাস বলেন, ‘হঠাৎ করে তাসলিমা বেগমের হাঁসটি পরপর দু’দিন কালো রংয়ের ডিম পেড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু হঠাৎ করে আবার দুই দিন ধরে ওই হাঁসটি আর ডিম পাড়ছে না। আবার গতকাল থেকেই একই উপজেলার আরেকটি পাতিহাঁস ধূসর রংয়ের ডিম পাড়া শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। এর কারণ কী তা তো বুঝা মুশকিল। আমি এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল বলেন, ‘ঠিক কী কারণে চরফ্যাশনের দুইটি হাঁস এমন ডিম পেড়েছে তা নিয়ে আমরা বেশ চিন্তিত। আমরা দুইটি হাঁসেরই স্যাম্পল কালেকশন করে পরীক্ষাগারে পাঠিয়ে এর কারণ উদঘাটনের চেষ্টা করব।’
এআরআই