• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শেরপুরে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ১০:৩৮ পিএম

শেরপুরে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

শেরপুরে জেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সদস্য ও অংশীজনদের অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সে‌প্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক ও জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি সাহেলা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুরের নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ আলী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য, 

 

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম হিরো, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

এ সময় সামাজিক-সম্প্রীতি কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাংবাদিক ও মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, হিন্দু, মুসলিম, ধনী-গরীব সবার আগে পরিচয় আমরা মানুষ। তাই একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে হবে আমাদের। 

ধর্ম-বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সবার এগিয়ে নিতে হবে। কোনো ধরনের বৈষম্য না রেখে সমাজ অসহায়দের পাশে দাঁড়াতে হবে। এছাড়া দুর্গাপূজা যে‌ন শৃঙ্খলাভাবে পা‌লিত হয় এ বিষ‌য়ে পরামর্শ দেন বক্তারা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ