• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হালুয়াঘাট উপজেলায় কাঁচা সড়ক: বৃষ্টি হলেই চরম দুর্ভোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৮:১৫ পিএম

হালুয়াঘাট উপজেলায় কাঁচা সড়ক:  বৃষ্টি হলেই চরম দুর্ভোগ

হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিলডোরা ইউনিয়নে ৪ কিলোমিটার সড়ক কাঁচা থাকায় প্রায় ৯টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তাটি পাকা হলে গাড়ি ভাড়াসহ ভোগান্তির সঙ্গে লাঘব হবে  বলে জানিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী এই ৪ কিলোমিটার কাঁচা সড়ক সরকারের কাছে দ্রুত পাকা করার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিলডোরা ইউনিয়নের বিলডোরা বাজার থেকে চৌধুরী বাড়ি হয়ে কৈলাহাটি ফুটকাই ব্রিজ পর্যন্ত চার কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে কাঁচা। এই কাঁচা সড়ক দিয়ে বিলডোরা, দাড়িয়াকান্দা, জিয়াকান্দা, মোজাকান্দা, চুপিনগর, উত্তর কৈলাহাটি, নওয়াগাও, সালুয়াকান্দাসহ প্রায় ৯টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়েত করেন। 

শুধু তাই নয়, বিলডোরা এলাকায় প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষক ও পাঁচ শতাধিক শিক্ষার্থীও এই সড়ক দিয়ে যাতায়েত করে।বিগত কয়েক বছর ধরে কাঁচা সড়ক সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতে কাদায় ভরে যায় সড়কটি। তখন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুর্ভোগ পোহাতে হয় সবার।

স্থানীয় সূত্র জানায়, সামান্য বৃষ্টি হলে এই চার কিলোমিটার সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়। এতে পানি ও কাদায় একাকার হয়ে সড়কে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। রিকশা, ঠেলাগাড়ি, ভ্যান ও মটর সাইকেল নিয়ে চলাচলকারীদের ভীষণ কষ্ট করতে হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন এলাকার কৃষকরা। সড়ক বেহাল থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে ধান বাজারে নিয়ে বিক্রি করতে হয়।

অনেকে ক্ষোভ প্রকাশ করে সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানান। বিলডোরা এলাকার হিমেল নামে এক শিক্ষার্থী বলেন, সামন্য বৃষ্টি হলে এই সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়। এই গর্তে জমে থাকা পানি ও কাদায় পায়ে হেটেও চলা দায়। সড়কটি পাকা হলে স্কুলে যেতে আমাদের অনেক ভোগান্তি কমবে। সরকারের কাছে সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল শিক্ষক বলেন, সড়কটি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচল, সড়কটি পাকা হলে অনেক উপকার হয়। চৌধুরী বাড়ি এলাকার কৃষক কাজল সরকার বলেন, বৃষ্টি হলে আমাদের দুর্ভোগের শেষ নেই। বাজারে ফসল নিতে অনেক কষ্ট হয়। সড়কটি পাকা হলে কষ্ট লাগব হতো।

এ বিষয়ে বিলডোরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সারাজুল ইসলাম বলেন, এই সড়কের জন্য বিশেষ করে বর্ষা মৌসুমে এলাকার মানুষ দারুণ কষ্ট করেন। বৃষ্টি হলে এই সড়ক দিয়ে চলাচল করা যায়। মানুষের কষ্ট হয়। কিছু বরাদ্ধ রয়েছে আশা করি বর্ষা শেষ হলে সড়কটি মাটি ফেলে সংস্কার করা হবে। তিনিও সড়কটি দ্রুত পাকা করার দাবি জানান।

এ ব্যাপারে এলজিডির উপজেলা প্রকৌশলী জানান, মো. মাহফুজুর রহমান বলেন, এ ব্যাপারে সরেজমিন পরিদর্শন করে কতৃপক্ষের নিকট পাঠানো হবে।

এএল/

আর্কাইভ