• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ধর্ম অবমাননার অভিযোগে বেরোবি শিক্ষার্থী আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৭:০২ পিএম

ধর্ম অবমাননার অভিযোগে বেরোবি শিক্ষার্থী আটক

রংপুর ব্যুরো

ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক সুজন পাল বাংলা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ও বীরগঞ্জের চমৎকার পালের ছেলে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘ধর্ম বিষয়টি স্পর্শকাতর। ওই শিক্ষার্থী ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে উত্তেজনা তৈরি হলে তাকে আটক করা হয়।’

পরিস্থিতি সামাল দিতে সুজন পালকে আটক করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাকে সেফ করার জন্য আটক করা হয়েছে। আটক না করলে আজ হয়তো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো।’

আটকের বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, ‘ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে উত্তেজনা তৈরি হয়। পরে তাকে (সুজন পাল) আটক করা হয়েছে। এখনও তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।’

জেইউ

আর্কাইভ