• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রংপুরে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৪:৩৩ পিএম

রংপুরে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

রংপুর ব্যুরো

রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  নয়জন নিহতের ঘটনায় বাসচালক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারাগঞ্জের ইকরচালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাইওয়ে থানা পুলিশ।

দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলা সদরের রঘুনন্দন গ্রামের বাসিন্দা।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, দুর্ঘটনার পর থেকে দেলোয়ার আত্মগোপনে ছিলেন। তিনি জোয়ানা পরিবহনের চালক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৃষ্টির মধ্যে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী জোয়ানা পরিবহনের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। দুর্ঘটনায় আহত হন অর্ধশতাধিক যাত্রী। এ ঘটনায় তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মাহবুব মোর্শেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

এএল/জেইউ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ