• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রংপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৪:৫২ এএম

রংপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়মের অভিযোগ

রংপুর ব্যুরো

রংপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে মেসার্স যপ ধর্য্য এন্টারপ্রাইজ নামে একটি ডিলার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চাল বিক্রি করছে প্রতিষ্ঠানটি। এতে অসন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। এ ঘটনায় অসাধু ডিলারের লাইসেন্স বাতিল দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পানবাজার রেয়াজের মোড় নামক স্থানে রয়েছে অভিযুক্ত ডিলার প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সরকার কর্তৃক গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটাতে ভর্তুকিমূল্যে ১৫ টাকা দরে ৩০ কেজি চালের নির্ধারিত মূল্য ৪৫০ টাকা হলেও প্রতিজনের কাছে গ্রহণ করা হচ্ছে ৪৬০ টাকা। এছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির ভেরিফাই কার্ডের জন্য প্রত্যেকের কাছে অতিরিক্ত ২০ টাকা করে হাতিয়ে নেয়া হয়েছে। এ নিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এমনকি হরিদেবপুর ইউনিয়নের ইউসিএফ তালিকাভূক্ত মেসার্স যপ ধর্য্য এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারি পলাশ চন্দ্র রায় এর ডিলার পয়েন্টে বাড়তি টাকা নেয়ার প্রমাণ মিলেছে।

পরবর্তীতে ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতিতেই নির্ধারিত মূল্যে চাল সরবরাহ করেন ডিলার পলাশ চন্দ্র রায়। এ সময় চাল নিতে আসা এলাকার সুবিধাভোগীদের সামনেই ডিলার পলাশ সাংবাদিকদের অনুরোধ করেন এবারের মত ক্ষমা করে দেয়ার জন্য।

নাম প্রকাশ না করার শর্তে তালিকাভূক্ত বেশ কয়েকজন সুবিধাভোগী জানান, মঙ্গলবার হতে চাল সরবরাহ শুরু থেকে জনপ্রতি ১০ টাকা করে বেশি নিচ্ছে ওই ডিলার। এতে বাড়তি অর্থ দিয়েই চাল নিতে হচ্ছে সুবিধাভোগীদের।

রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক রেয়াজুর রহমান রাজু বলেন, ‘আমি ইতোমধ্যে এ ঘটনা তদন্তে উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে দিয়েছি। ঘটনার সত্যতা পেলে ডিলারের লাইসেন্স বাতিল করা হবে।’

 

এআরআই

আর্কাইভ