• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ১১:৪৬ পিএম

গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ছবি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাফি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নাফি উপজেলার শাখার ইউনিয়নের আলীগ্রামের এনজিও কর্মী শাহারুল ইসলামের ছেলে। শাহারুল ইসলাম চাকুরির সুবাদে পরিবারসহ কুঠিবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে কয়েকজন শিশু নাফিকে সাথে নিয়ে পার্শ্ববর্তী কুঠিবাড়ি কানাপুকুরে গোসল করতে যায়। সেখানেই সকলের অগোচরে পানিতে ডুবে যায় নাফি। এসময় স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পানি থেকে শিশু নাফিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এআরআই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ