• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নড়াইলে বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ১০:২৬ পিএম

নড়াইলে বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন ভূঁইয়ার মৃত্যুতে নড়াইলে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

নড়াইল জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শহরের আলাদাতপুর কবরস্থানের সামনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সহ-দফতর সম্পাদক রাশেদুজ্জামান মিলন, নড়াইল পৌর বিএনপির আহবায়ক আজিজার রহমান, জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, যুগ্ম সম্পাদক লিটন শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান মিলন, যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, পৌর যুবদলের আহবায়ক জাভেদুল হক জনি, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হাসানসহ নড়াইল পৌর বিএনপির নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ