• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ময়মনসিংহে বজ্রপাতে প্রাণ গেল শ্বশুরের, জামাই আহত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৬:৫৬ এএম

ময়মনসিংহে বজ্রপাতে প্রাণ গেল শ্বশুরের, জামাই আহত

আকবর হোসেন

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বজ্রপাতে আকবর হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ের জামাই আল আমিন (৪০)। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আমিনুল এহসান উজ্জল বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী দড়িপাড়া গ্রামের আকবর হোসেন ও তার মেয়ের জামাই আল আমিন বাড়ির উত্তর পাশে বেগুন ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি আসার পূর্বে বজ্রপাত শুরু হয়। হঠাৎ একটি বজ্রপাত আকবর হোসেনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই আকবর হোসেন মারা যান এবং আহত হন আল আমিন। আহত আল আমিনকে প্রথমে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জেইউ

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ