প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৪:৩২ এএম
সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয় করে দেশে ফিরেছে বাংলার বাঘিনিরা। দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারা। এবার চ্যাম্পিয়ন দলে থাকা মাগুরার দুই নারী ফুটবলার সাথী বিশ্বাস (১৭) ও ইতি রানী মণ্ডলকে (১৬) ১ লাখ টাকা করে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ ওই দুই নারী ফুটবলারের বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। একইসঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেন তিনি।
এ সময় এই দুই নারী ফুটবলারের বেড়ে ওঠা গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলাধুলার মান উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা প্রদান করা হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, ‘নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আর সেই চ্যাম্পিয়ন দলের দুজন গর্বিত সদস্য রয়েছে মাগুরার। সত্যিই আমরা মাগুরাবাসী অনেক আনন্দিত। মাগুরা জেলা প্রশাসক তাদের দুজনকে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে। সেই বার্তা পৌঁছে দিতে এবং শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম তাদের বাড়িতে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা মাগুরাতে আসলে একটা সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছি।’
এ ছাড়া জেলা পর্যায়ে একটি সংবর্ধনার আয়োজন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
এআরআই