• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাবনায় সাড়ে ৪ হাজার ইয়াবাসহ আটক মাদক সম্রাট

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০৯:২৫ পিএম

পাবনায়  সাড়ে ৪ হাজার ইয়াবাসহ আটক মাদক সম্রাট

পাবনা প্রতিনিধি

পাবনায় সাড়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ মাদক সম্রাট শিমুল হোসেন বাপ্পি (৩০) নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার রাজাপুরে অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশ।

সে সময় জেলার মাদক সম্রাট শিমুল হোসেন বাপ্পিকে সাড়ে ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। শিমুল হোসেন বাপ্পি সদর থানা এলাকার কবিরপুর গ্রামের মো. ইমদাদুল হকের ছেলে।

পাবনা ডিবির ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, মাননীয় পুলিশ সুপার আকবর আলী মুন্সী মহোদয়ের নির্দেশনায় জেলা সকল প্রকার অপরাধমুক্ত করার লক্ষ্যে ২২ সেপ্টেম্বর রাত ২টার দিকে সদর থানা এলাকার দোগাছী ইউপির ৬নং ওয়ার্ডের রাজাপুর পল্লীবাজার মানিক মিয়ার বয়ত বাড়ির সামনে অভিযান পরিচালনা করা। উক্ত অভিযানে শিমুল হোসেন সম্রাটকে আটক করা হয়। 
 

এএল/

আর্কাইভ