• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কুয়াকাটায় হানিমুনে এসে মারধরের স্বীকার হয়েছেন এক পর্যটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ১০:০০ পিএম

কুয়াকাটায় হানিমুনে এসে মারধরের স্বীকার হয়েছেন এক পর্যটক

কুয়াকাটা প্রতিনিধি

মনিরুল ইসলাম নামের এক পর্যটক। এ সময় হামলাকারীদের সঙ্গে পালিয়ে যায় তার নববধূ। গতাকল রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা সৈকতের 
জিরো পয়েন্ট সংলগ্ন ফ্রাই মার্কেটের পাশে এ ঘটনা ঘটে। বর্তমানে 
মনির বরগুনা সদর হাসাপাতালে ভর্তি রয়েছেন। পর্যটক মনির জানান, তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। দেশে আসার পরে গত শুক্রবার পারিবারিকভাবে রগুনার ধলুয়া ইউনিয়নের হারুন-অর-রশিদের মেয়ে নুরে জান্নাকে বিয়ে করেন। পরে গতকাল বিকালে তারা 
হানিমুনে এসে কুয়াকাটার আবাসিক হোটেল তাজে ওঠেন। রাতে তার অনিচ্ছা সত্ত্বেও স্ত্রী তাকে সৈকতের ফ্রাই মার্কেট পেরিয়ে অন্ধকারে নিয়ে গেলে হঠাৎ পাঁচজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। 
এ সময় মনির বাঁচার চেষ্টা করলেও কোনো প্রকার ডাক চিৎকার ছাড়াই তার 
স্ত্রী হামলাকারীদের সঙ্গে পালিয়ে যায়। 
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ 
জানান, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে মারধরের স্বীকার পর্যটককে উদ্ধার করি। তার 
শরীরে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

এএল/

আর্কাইভ