• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৬:১৭ পিএম

সিরাজগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২ এর সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া থানার আনন্দপুর উত্তর তেতাবুনি গ্রামের বিজয় চন্দ্র ঘোষের ছেলে রাজীব চন্দ্র ঘোষ ওরফে ইব্রাহিম খলিল (নওমুসলিম)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

 

জেডআই/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ