প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৫:১৩ পিএম
ময়মনসিংহের মুক্তাগাছায় নাতীর স্ট্যাম্পের আঘাতে শাহজাহান মিয়া (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এই ঘটনায় নাতী ফরিদ মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘোগা ইউনিয়নের হাতিল মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত শাহজাহান ওই ইউনিয়নের হাতিল মধ্যপাড়ার মৃত চাঁন্দব আলীর ছেলে। গ্রেফতারকৃত ফরিদ মিয়া (২৫) ওকই এলাকার মো. হাবুল মিয়ার ছেলে।
মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল রেহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনুমানিক চারবছর আগে দুঃসম্পর্কের নানা শাহজাহান মিয়া, নাতী ফরিদ মিয়াসহ স্থানীয় বেশ কয়েকজন ৪০ দিনের চিল্লার জামাতে যায়। সেখানে দু`জনের মাঝে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নাতী ফরিদকে চড়থাপ্পড় মারে শাহজাহান মিয়া। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা হয়ে যায়।
ঘটনার দিন বিকেলের দিকে ছাগল নিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মো. শাহজাহান মিয়া। এমন সময় ফরিদ তার হাতে থাকা ক্রিকেট স্ট্যাম্প দিয়ে শাহজাহান মিয়ার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় শাহজাহান মিয়া।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহান মিয়ার মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক রাসেল রেহান চৌধুরী বলেন, ‘এই ঘটনার প্রধান অভিযুক্ত ফরিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনায় মামালা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।’
এএল/