• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ফুলবাড়ীয়ায় পাচারকালে ৪০০ বস্তা টিএসপি সার জব্দ

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ১০:০২ পিএম

ফুলবাড়ীয়ায় পাচারকালে ৪০০ বস্তা টিএসপি সার জব্দ

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বাবুগঞ্জ বাজার থেকে পাচারের সময় ৪০০ বস্তা (২০ মে: টন) টিএসপি সার আটক করা হয়েছে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে ৪০০ বস্তা সার আটক করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। 
তিনি বলেন, ‘ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাফার গুডাউন থেকে ট্রাক লোড করে বাবুগঞ্জ বাজারে নিয়ে আসা হয়। 

বাজারের লোকজনের সন্দেহ হলে তারা ট্রাকটি আটক করেন। খবর পেয়ে রাত ১১টার সময় ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে আনা সার আটক করে বিসিআইসির সার ডিলার চান মিয়া মাস্টারের গোডাউনে রাখা হয়। জব্দকৃত সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে দেয়া হবে। আটক সারের বাজার মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা।  


স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মুক্তা চৌধুরী জানান, আটক সার অবৈধ। ট্রাক লোড করে সার পাচার করছিলেন একটি চক্র। উপজেলা নির্বাহী অফিসারের নিকট ট্রাক চালক স্বীকার করেছেন বাফার গোডাউন থেকে ট্রাকটি লোড করা হয়। ট্রাক ভর্তি সার নিয়ে চালককে এ বাজারে আসার জন্য বলা হয়। চালক কোনো পাচারকারীর নাম বলতে পারেননি।

এএল/

আর্কাইভ