• ঢাকা রবিবার
    ১৯ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩১

হালুয়াঘাট উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি শাহজাহান সিরাজ

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০৫:৩৩ পিএম

হালুয়াঘাট উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি শাহজাহান সিরাজ

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন 
শাহজাহান সিরাজ তালুকদার। তিনি উপজেলার ৩০নং বিলডোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় শিক্ষা পদক-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ সভাপতি ক্যাটাগরিতে তাকে নির্বাচিত করেছে উপজেলা বাছাই কমিটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে এ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধি করতে অসামান্য ভূমিকা রেখেছেন। এ ছাড়াও তিনি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়নে নিয়মিত মতবিনিময় সভা করেছেন।

কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

এক প্রতিক্রিয়ায় শাহজাহান সিরাজ তালুকদার 
বলেন, ‘প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে সব সময় চেষ্টা করি বিদ্যালয়ের খোঁজ খবর নেয়ার। আমাকে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন আমার সকল ছাত্র/শিক্ষকসহ উপজেলাবাসীর জন্য উৎসর্গ করলাম।

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ