• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ব্রাক্ষণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০৫:২০ পিএম

ব্রাক্ষণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কসবা প্রতিনিধি

ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার লক্ষ্মীপুর ঈদগাহ মাঠের পাশে অভিযান চালিয়ে রাব্বি খাঁ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাব্বি খাঁ উপজেলার আকছিনা গ্রামের গোলাফ খাঁ‍‍`র ছেলে। 

কসবা থানার ওসি মহিউদ্দিন জানান,  গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার লক্ষ্মীপুর ঈদগাহে মাঠের পাশে অভিযান চালায়। পরে তল্লাশি চালিয়ে রাব্বি খাঁ‍‍`র কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক বহনের কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। গ্রেফতারকৃত রাব্বি খাঁ‍‍`র বিরুদ্ধে  মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

এএল

আর্কাইভ