প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০৫:১৯ পিএম
গাজীপুরের টঙ্গীতে ডেসটিনি গ্রুপের পরিত্যক্ত একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তাদের দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ৯টার দিকে মিলগেট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, মিলগেট এলাকায় ডেসটিনি গ্রুপের জমিতে নির্মিত ভাড়া করা একটি গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয় টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময় আগুনে পুড়ে যায় মেশিন, কাগজ পত্রসহ গুদামের বিপুল পরিমান মালামাল। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন ইকবাল।
জেডআই/