• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভালুকায় নদী থেকে যুবতীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ১০:০৭ পিএম

ভালুকায় নদী থেকে যুবতীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ভালুকা উপজেলায় খিরু নদী থেকে অজ্ঞাত এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
 

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় শেফার্ড ডায়িং ফ্যাক্টরির পূর্বপাশে অবস্থিত খিরু নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
 

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, সোমবার সকালে শেফার্ড ডায়িং ফ্যাক্টরির পূর্বপাশে খিরু নদীর কিনার থেকে এক যুবতীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে- অজ্ঞাত ওই যুবতীকে ৪/৫ দিন আগে দুর্বৃত্তরা হত্যা করে নদীতে ফেলে দেয়। পরে পানির স্রোতে ভাসতে ভাসতে নদীর ওই স্থানে চলে আসে।
 

এএল/

আর্কাইভ