• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

রংপুরে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ; মরদেহ নিয়ে স্বজনদের বিক্ষোভ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৯:১৫ পিএম

রংপুরে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ; মরদেহ নিয়ে স্বজনদের বিক্ষোভ

রংপুর ব্যুরো

রংপুরে গুড হেলথ ক্লিনিকে ভুল চিকিৎসায় সাঈদ মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ তুলেছে তার  স্বজনরা।

রোববার (১৮ অক্টোবর)  রাতে নগরীর ধাপ এলাকায় অবস্থিত ওই  বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। এ সময় রোগীর স্বজনদের বিক্ষোভ করা শুরু করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

স্বজনরা অভিযোগ করে বলেন,  রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাঁধের ফোঁড়া অপারেশন করতে গুড হেলথ হাসপাতালে আসেন নগরীর বিহারি ক্যাম্প বস্তির মো. ইসরাফিলের ছেলে
সাইদ। কিন্তু অপারেশনের পর রক্তক্ষরণ বন্ধ না হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।


রংপুর মেডিকেলে তিন ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকার পর মারা যান সাইদ। এ ঘটনার পর স্বজনরা তার মরদেহ নিয়ে হাসপাতাল ঘেরাও করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন বিক্ষোভ করেন। পরে মেট্রোপলিটন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুড হেলথ হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. সৈয়দ মামুনুর রহমান  বলেন, ‘এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, ‘মরদেহ নিয়ে স্বজনরা বিক্ষোভ করলে আমরা পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এখন পর্যন্ত মৃতের স্বজনরা থানায় অভিযোগ করেননি বিধায় মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

এএল/

আর্কাইভ