• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
জেলা পরিষদ নির্বাচন

পিরোজপুরে ২ চেয়ারম্যানসহ ৩২ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৭:৫৪ এএম

পিরোজপুরে ২ চেয়ারম্যানসহ ৩২ প্রার্থীর মনোনয়ন বাতিল

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ৩২ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার ও পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মনোনয়নপত্র বাছাই করে মনোনয়নপত্রগুলো বাতিল করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান সিকদার ও আমির হোসেনের হলফনামায় ত্রুটি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সালমা রহমান, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ, হাসিনা মনি ও আব্দুল্লাহ আল মাসুদের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। এ ছাড়া নারী সংরক্ষিত সদস্য পদে সাত জনের এবং সাধারণ সদস্য পদে ২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী আওয়ামী লীগের নেতা। দলীয় প্রার্থী সালমা রহমান পিরোজপুর পৌর আওয়ামী লীগের সদস্য। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, নেছারাবাদ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মনি ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল মাসুদ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক চেয়ারম্যান। তিনি ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। 
এদিকে নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ১১ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 

জেইউ

আর্কাইভ