• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৩০ হাজার টাকায় বিক্রি হলো বোয়াল মাছটি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৫:৩৯ পিএম

৩০ হাজার টাকায় বিক্রি হলো বোয়াল মাছটি

দেশজুড়ে ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদী থেকে বড়শি দিয়ে একটি বিশাল বোয়াল মাছ শিকার করেন স্থানীয় এক মৎস্য শিকারি। পরে আখাউড়ার একটি বাজারে ২০ কেজি ওজনের সেই বোয়াল মাছটি ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সোনালী মৎস্য আড়তের প্রোপাইটার মনোয়ার হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বাজারে প্রায়ই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ আসে। তবে ২০ কেজি ওজনের বোয়াল মাছটি আসলেই বিরল। কসবা উপজেলার এক ব্যবসায়ী মাছটি ৩০ হাজার টাকায় কিনে নিয়ে যায়‌। পরে তন্তর বাজারে মাছটি ১৫শ’ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

জানা গেছে, শনিবার (১৭ সেপ্টেম্বর) জেলার নবীনগরের মেঘনা নদী থেকে বড়শি দিয়ে মাছটি শিকার করেন স্থানীয় এক মৎস্য শিকারি।

আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, বোয়াল মাছটি অনুকূল পরিবেশে ছিল। তাই এত বড় হয়েছে।

জেডআই/

আর্কাইভ