• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা : আসামি জকোরিয়ার কারাগারে মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৯:১০ এএম

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা : আসামি জকোরিয়ার কারাগারে মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম আসামি ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর ওলামা শাখার প্রধান মৌলভী জকোরিয়া (৫৩) চট্টগ্রাম কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারাগারে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় জকোরিয়ার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুর কয়েক দিন আগে তাকে চট্টগ্রাম কারাগারে আনা হয়।

মৌলভী জকোরিয়া উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১-ইস্ট, ব্লক ডি/৮-এর বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে।  

কক্সবাজার কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল বলেন, ‘জকোরিয়া মুহিব উল্লাহ হত্যা মামলার ১৪ নম্বর আসামি। তাকে কিছুদিন আগে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। ‍‍`

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ায় লাম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে আরসা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আলোচিত রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ। এরপর চলতি বছরের ৫ মার্চ মুহিব উল্লাহ হত্যা মামলায় অভিযুক্ত এবং আরসার ওলামা শাখার প্রধান এবং মুহিব উল্লাকে হত্যার ফতোয়াদাতা হিসাবে চিহ্নিত মৌলভী জকোরিয়াকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবির থেকে গ্রেফতার করে এপিবিএন।
 

জেইউ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ