• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ট্রেনের বগি লাইনচ্যুত, ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনার যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ১১:১৩ পিএম

ট্রেনের বগি লাইনচ্যুত, ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনার যোগাযোগ বিচ্ছিন্ন

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ময়মনসিংহ মহানগরীর পালপাড়া বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি পালপাড়া বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। রিলিফ ট্রেন ডাকা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু হবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ